সনজিত কুমার শীল, আমিরাত থেকেঃ বাংলাদেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার দেশটির দুটি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা শুরু হয়। বাংলাদেশ সময়ের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় সকাল আটটায় পরীক্ষা শুরু হয়।
দেশটিতে বাংলাদেশের দূতাবাসের তত্ত্বাবধানে রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে চলতি বছর শুরু হওয়া এসএসসি পরীক্ষায় মোট ৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও প্রতিষ্ঠানের শিক্ষক কিরন আক্তার জানান, মোট পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন মেয়ে এবং ২৭ জন ছেলে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৭ জন মেয়ে ও ২৪ জন ছেলে এবং হিসাববিজ্ঞান থেকে ১০ ছেলে এবং ৮ জন মেয়ে এই পরীক্ষায় অংশ নিয়েছেন।
অন্যদিকে দুবাই কনস্যুলেটের তত্ত্বাবধানে উত্তর আমিরাতের রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে চলতি বছর শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ২৭ জন পরীক্ষার্থী।
কেন্দ্রের হল সুপার মামুনুল হক জানান, মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০ জন এবং হিসাববিজ্ঞান থেকে ১৭ জন এই পরীক্ষায় অংশ নিয়েছেন।
আবুধাবি পরীক্ষা কেন্দ্র ও রাস আল খাইমাহ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যথাক্রমে বাংলাদেশ দূতাবাস লেবার কাউন্সিলার আব্দুল আলিম মিয়া ও কনস্যুলেটের লেবার কাউন্সিলর ফাতেমা জাহান।