বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে চলছে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত লোকের সংখ্যা। জুন মাসে সংক্রমণ কমে যাওয়ায় জনজীবনে কিছুটা স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছিল। কিন্তু আমিরাত সরকারের দেয়া বিধিনিষেধ সাধারণ জনগণ শতভাগ না মানায় পুনরায় শনাক্ত বৃদ্ধি পাচ্ছে।
সম্প্রতি স্থানীয় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে আবুধাবি স্বাস্থ্য অধিদপ্তর সরাসরি বলেছে, ঘরোয়া অনুষ্ঠান থেকে শুরু করে কোন প্রকার জনসমাগম করা যাবে না। অনলাইনে টেলি কনফারেন্সে অনুষ্ঠান করার আহ্বান জানান হয়েছে।
সম্প্রতি একজন আর্টিস্ট দুটি রেস্টুরেন্টে তার জন্মদিন পালন করায় আমিরাতের আইনী ধারা ২০২০ এর ১৭ ও ৩৮ অনুযায়ী আয়োজককে ১০ হাজার দিরহাম ও আগত অতিথিদের ৫ হাজার করে জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বাসা – বাড়িতে অনুষ্ঠান পণ্ড করে জরিমানা করার খবর পাওয়া গিয়েছে।
এদিকে আরেক প্রশ্নের জবাবে স্থানীয় প্রশাসন জানায়, শোক দিবস করার বেলায় এই একই নিয়ম। বিবাহ অনুষ্ঠানে ১০ জনের বেশি উপস্থিত থাকা যাবে না। বর্তমানে করোনার আইন অমান্য করলে কোন ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ার করে দেয়া হয়েছে।