মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাহবুব আলম আলফু (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মাহবুব আলম আলফু কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের মুহিব উল্লার ছেলে। তিনি প্রায় আট বছর থেকে প্রবাসে বসবাস করছেন।
প্রায় দুই বছর আগে ছুটি কাটিয়ে আলফু সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে ফিরে যান। বিবাহিত আলফুর ২ বছর বয়সী এক কন্যাসন্তান আছে। প্রবাসী মাহবুব আলম আলফুকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।
শারজাহ প্রবাসী নিহত মাহবুব আলম আলফুর বন্ধু সৈয়দ আবুল হাসান রুমান জানান, ২৪ মে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আলফু অগ্নিদগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি।
করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। নিহত আলফুর অসুস্থ মা-বাবা শেষবারের মতো ছেলের মুখটা দেখতে করছেন আহাজারি।