বাংলা এক্সপ্রেসঃ সংযুক্ত আরব আমিরাতে গত এক মাসে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আজ দেশটিতে এ বছরের সর্বনিম্ন করোনা শনাক্ত ছিল।
৬ এপ্রিল (বুধবার) দেশটির স্বাস্থ্য অধিদপ্তর গণমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়৷ বিজ্ঞপ্তিতে বলা হয় সংযুক্ত আরব আমিরাতে ৭ মার্চ থেকে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয় নি। এছাড়া আমিরাতে আজ করোনা শনাক্তের সংখ্যা ছিল ২১৫ যা এই বছরের সর্বনিম্ন।
এদিকে দেশটিতে করোনার বিধিনিষেধ এখন অনেকটাই শিথিল করা হয়েছে। করোনার টিকা থাকলে উন্মুক্ত স্থানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়৷ তাছাড়া বিদেশ থেকে আমিরাত ভ্রমনে টিকা থাকলে করোনা টেস্টের নেগেটিভ সনদের প্রয়োজন নেই৷
Drop your comments: