আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাতে কিছু স্থানে ক্ষেত্রবিশেষে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। শিগগিরই আমিরাত সরকার যেসকল স্থানে মাস্ক ব্যবহারে বাধ্যতামূলক নয় তা নির্ধারণ করে স্টিকার লাগানোর ঘোষণা দিয়েছে।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর) আমিরাত সরকার এই ঘোষণা দেয়। ঘোষণাতে বলা হয় আবাসিক এলাকায় শরীর চর্চা করার সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। এছাড়াও একই পরিবারের সদস্যরা গাড়িতে বসলে মাস্কের প্রয়োজন নেই। সেলুন, বিউটি পার্লার, বিচেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। এসব স্থানে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আরো বলা হয়েছে কেউ যদি একা বসে থাকে তাহলেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়।
এদিকে আরব আমিরাতে গত আগস্ট মাস থেকে ৬০ শতাংশ করোনা শনাক্ত কমে এসেছে। এ পর্যন্ত দেশটিতে ৯১ শতাংশ মানুষ করোনার এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন ও ৮১ শতাংশ দুই ডোজ গ্রহণ করেছেন।