সংযুক্ত আরব আমিরাতে প্রতিনিয়ত করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ২৯ হাজার ৫৬৪ জনের কোভিড-১৯ পরীক্ষা করে ২৬০০ জনের পজিটিভ পাওয়া গেছে। সুস্থ হয়েছেন ৮৯০ জন, মারা গেছেন তিন জন। আগের দিন শনিবার (১ জানুয়ারি) আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৫৬ জন।
রোববার (২ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৭ হাজার ৯৩ জন, মারা গেছেন ২ হাজার ১৬৮ জন ও সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৮৫৩ জন।
সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চীনের উহান থেকে আসা একটি পরিবারের লোকজনের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে।
এদিকে বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণের দ্রুত বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতের জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখার জন্য আগামী ১০ জানুয়ারি থেকে টিকাবিহীন নাগরিকদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে আমিরাত সরকার।
ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
ভ্রমণের জন্য যোগ্য হতে পরিপূর্ণ টিকা নেওয়া ব্যক্তিদের একটি বুস্টার ডোজও নিতে হবে। তবে চিকিৎসা ও মানবিক কাজে জড়িতদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
দেশটির রাজধানী আবুধাবিতে অন্যান্য রাজ্য থেকে প্রবেশ করতে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আল-হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে। অথবা যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের ক্ষেত্রে ৯৬ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।
এছাড়া ভ্রমণকারীদের একটি করোনার নেতিবাচক পিসিআর পরীক্ষার ফলাফল উপস্থাপন করতে হবে, যা প্রস্থানের সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে বৈধ এবং আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে একটি পিসিআর পরীক্ষা করতে হবে। তবে সেই তালিকায় নেই বাংলাদেশ। ফলে বাংলাদেশ থেকে আবুধাবি যাওয়া কঠিনই থাকল।