নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের লকডাউন এলাকায় সঙ্কটাপন্ন অসহায় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় আমিরাত সরকারের আহ্বানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিশেষ সম্মাননা পেলেন বাংলা এক্সপ্রেস -১৯ সদস্যের টিম।
আজ রবিবার (১৮ অক্টোবর) দুবাইয়ে ওয়াতানি আল ইমারাত ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর বেলহোল আল ফালাসি তাদের হাতে সম্মাননা স্মারক ও দুবাই ক্রাউন প্রিন্সের ধন্যবাদ সম্বলিত বিশেষ ব্যাচ তুলে দেন। এসময় টিম লিডার মামুনুর রশীদের নেতৃত্বে কিছু সদস্য উপস্থিত ছিলেন।
৩১ মার্চ থেকে আমিরাত সরকারের আহবানে সাড়া দিয়ে মানবতার সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করেন আমিরাত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ১৯ সদস্যের এই টিম। এসময় স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা দুবাইয়ের লকডাউনস্থ নাইফ, আল রাস, গোল্ড সোক ও আল দাগায়া এলাকায় প্রতিদিন দুবাই সরকারের দেয়া খাবার করোনায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণ করার পাশাপাশি অসুস্থ প্রবাসীদের সেবা নেয়ার ক্ষেত্রে পরামর্শ দেয়া এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন এছাড়া সরকারের ঘোষিত ‘স্টে হোম’, ‘স্টে সেফ’ ক্যাম্পেইন মেনে চলতেও উৎসাহিত করছেন টিমের সদস্যরা।
বাংলা এক্সপ্রেসের সহকারী সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিমে ছিলেন, মুহাম্মদ মোদাসসের শাহ, আনোয়ার হোসাইন, আব্দুল্লাহ আল শাহীন, শামসুন নাহার শপ্না, রুমা খাতুন, মুহাম্মদ কাজি ইসমাইল, ফখরুদ্দীন চৌধুরী, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জলিল, মোহাম্মদ ইদ্রিছ, মোহাম্মদ মিজানুর, মঞ্জুর মোরশেদ, মোহাম্মদ নুরুল, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আনোয়ার আজিম, বাশির চোখদার, মাহামুদ হাছান ফরহাদ, মোহাম্মেদ সাইফ ও মিজানুর রহমান।