সনজিত কুমার শীলঃ আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন শোভন মিত্র(৬৭) নামের এক বাংলাদেশি।
গত ২৯ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত মুসাফফা শিল্পনগরী সানাইয়ায় মৃত্যুবরণ করেন এই বাংলাদেশি। চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া গ্রামের নগেন্দ্র লাল মিত্রের সন্তান। অনেকদিন ধরে চট্টগ্রাম শহরে আন্দরকিল্লা রহমতগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি স্বাধীনতার পূর্বে চট্টগ্রাম সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। জীবিকার তাগিদে ৩৫ বছর পূর্বে সংযুক্ত আরব আমিরাত আসেন। আবুধাবির আল আইন শহর ও মুসাফফা সানাইয়া কর্মরত ছিলেন।
সোমবার (৪ মে) তার আমিরাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।
Drop your comments: