বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে করোনায় আক্রান্ত দুই সংখ্যায় নেমে এসেছে। এটি বিগত দেড় বছরের মধ্যে প্রথম। গত ২৪ ঘন্টায় ৩১১৭২৫৪ মানুষের শরীরে করোনা টেস্ট করে ৯৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। সুস্থ হয়েছেন ১৫৩ জন ও মারা গেছেন ৩ জন।
রবিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭৩৮৫৮৬ জন, মৃত্যুবরণ করেছেন ২১২০ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৭৩২২৯৬ জন।
আরব আমিরাতে ২৯ জানুয়ারি সর্বপ্রথম চিনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে। বর্তমানে আমিরাতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে চলছে।
Drop your comments: