সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এর জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের পরিচালনায় ও সংগঠনের সভাপতি মুহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান জনি, সহ- সম্পাদক সনজিত কুমার শীল, সহ সম্পাদক মুহাম্মদ মোদাস্সের শাহ, সহ সম্পাদক মুহাম্মদ আবদুল আলিম সাইফুল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সরোয়ার উদ্দিন রনি, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহান, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ সংগঠনের সম্পাদক ও সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বিমান ভাড়া, চট্টগ্রাম বিমানবন্দরে আরটি পিসিআর পরীক্ষা, প্রবাসীদের নানা জঠিলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সে সব বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়।
এছাড়াও নতুন করোনা ভাইরাস ওমিক্রন সহ করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আমিরাত সরকার কর্তৃক ঘোষিত নতুন সব ধরনে আইনকে শ্রদ্ধা করে সাংবাদিকদের মিলন মেলাসহ গণ জমায়েতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিরাতের করোনা পরিস্থিতি ভাল হলে পুনরায় এ সব বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি সবাইকে আমিরাতের আইনকানুন মেনে দেশের ইমেজ বৃদ্ধিতে কাজ করার আহবান জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।