করোনাকালীন সময়ে কোভিড-১৯ সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে অসামান্য ভূমিকা পালন করায় ‘করোনা যোদ্ধা’ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিক জাসেদুল ইসলামকে সম্মাননা প্রদান করেছে ‘মেডি কিউ হেলথ কেয়ার’।
২০১০ সালে আমিরাতে পা রাখেন জাসেদুল ইসলাম। ২০২০ সালের মার্চে করোনা শুরু হওয়ার পর থেকে স্বেচ্ছাসেবক হিসেবে মেডি কিউ হেলথ কেয়ার যোগদান করেন তিনি।
২০২০ সালে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে জাসেদুল তিনবার করোনা পজিটিভ হয়েছিলেন।
জাসেদুলের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে। তিনি রাজু চেয়ারম্যান বাড়ির মোহাম্মদ আবুল কালামের কনিষ্ঠ সন্তান।
এ বিষয়ে জাসেদুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, সম্মাননা বড় বিষয় না। আমি মানুষকে সেবা দিতে চেষ্টা করছি এবং সেবা দিতে গিয়ে নিজেও বেশ কয়েকবার করোনায় আক্রান্ত হয়েছি। তবে এর মধ্য এক ধরনের আত্মতৃপ্তি আছে। আমি সবসময় চেষ্টা করি যেন আমার কাজে বাংলাদেশের নাম ছোট না হয়।
এ বিষয়ে জাসেদুলের পরিবারের সদস্যরা বলেন, এই প্রাপ্তি শুধু জাসেদুলের নয়, বাংলাদেশের ১৭ কোটি মানুষের।
উল্লেখ্য, আমিরাতে করোনাকালীন ‘ফ্রন্ট লাইনার’ স্বীকৃতি পাওয়া অন্যান্য বাংলাদেশিরা হলেন- মোহাম্মদ মোশাররফ হোসেন ও বাংলা এক্সপ্রেস টিম।