মোহাম্মদ ইরফানুল ইসলাম: চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম ৫ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে এসে পৌঁছলেন (২ নভেম্বর)।
দুবাই আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার ৫ দিনের সফরে আমিরাতে এসে পৌঁছলেন চেয়ারম্যান রাশেদুল ইসলাম।
এ সময় বিমানবন্দরে দুবাই আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমানুল হক চৌধুরী, দুবাই আওয়ামীলীগের এর যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মুবিন চৌধুরী,মোহাম্মদ আলমগীর, হাটহাজারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ – সভাপতি একরাম উদ্দীন, ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন-সহ আমিরাতে অবস্থিত হাটহাজারী সমিতির নেতৃবৃন্দ, আওয়ামীলীগ যুবলীগ পরিবারের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন।
আমিরাতে অবস্থানকালে তিনি আওয়ামী পরিবারের প্রবাসী নেতাকর্মী এবং চট্টগ্রাম প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।