![IMG_20200919_151731](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/09/IMG_20200919_151731.jpg)
এস রহমান সোহেলঃ সংযুক্ত আরব আমিরাতে এস এস সি ২০০২ ব্যাচ বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে আমিরাতে বসবাসরত এস এস সি ২০০২ ব্যাচের প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারনে উন্মুক্ত স্থানে লোক সমাগমে সকল প্রকার অনুষ্ঠান উদযাপন করা নিষিদ্ধ থাকায় ঘরোয়া পরিবেশে কেক কেটে গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জয় হোক বন্ধুত্তের, জয় হোক ০২ ব্যাচের এই স্লোগান কে সামনে রেখে বিশ্বব্যাপী এই গ্রুপের বিস্তৃতি ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন সকলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ জালাল শিকদার, আকবর হোসেন, সাইফুল আজম রবিন, নাহিদ সরোয়ার, এম শামছুর রহমান সোহেল, এম এফ আর মিঠুন, মোঃ সালাউদ্দিন, জাহিদ ইকবাল রাজু, মোঃ ফখরুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ নুরে আলম, শামিম হোসেন, আজিজ হক, সেকান্দার হোসেন সেজার, হোসাইন দেলোয়ার, শফিকুল ইসলাম, দেওয়ান মাসুদ রানা, মোঃ রুবেল।