প্রবাসীদের কষ্টার্জিত উপার্জন দেশে আপনজনের কাছে দ্রুত ও নিরাপদে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এনসিসি ব্যাংক৷ প্রবাসীরা এনসিসি ব্যাংকের মাধ্যমে ৫ সেকেন্ডে টাকা পাঠাতে পারেন৷ টাকা পাঠানো সহজ করার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ওয়েজ আনার্স বন্ড এর অন্যতম।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সার্বিক সহযোগিতায় প্রবাসীদের সঙ্গে এনসিসি ব্যাংকের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, ডিরেক্টর এস এম আবু মহসিন ও মুহাম্মদ মঈনুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মামুনুর রশীদ, রেমিট্যান্স সার্ভিসের প্রধান মুহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, ইইএই আ’লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন কাউসার প্রমুখ।
এসময় বক্তারা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অংশীদার হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান৷