বাংলা এক্সপ্রেস ডেস্কঃ আজ শুক্রবার (২৬ মার্চ) এনটিভি ও বাংলা এক্সপ্রেসের আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধের শহিদদের ও আমিরাতের অর্থমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনটিভির আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ। বাংলা এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল শাহীনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলা এক্সপ্রেস শারজাহ প্রতিনিধি মোদাসসের শাহ, আনোয়ার হোসেন , কাজী পারভেজ, মোহাম্মদ বাবুল মিয়া, মাসুদ ভূইয়া, জসিম, জহিরুল ইসলাম, রুহুল আমিন, জালাল, আব্দুল হান্নান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সাধারণ কোন বিষয় নয়। এটা একটি ইতিহাস, একটি জাতির গর্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে হয়তো এই দেশেরই জন্ম হত না। বক্তারা আরো বলেন আমিরাতের অর্থমন্ত্রী ও দুবাইয়ের উপ-শাসক শেখ হামদান বিন রাশেদ আল মাকতুমের মৃত্যুতে আমিরাতে অবস্থানরত প্রবাসীরা শোকাহত।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আবু সাঈদ।