নিজস্ব প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির সিনিয়র সংবাদ পাঠিকা ও বাংলাদেশ আওয়ামি লীগের প্রচার ও প্রকশনা উপ-কমিটির সদস্য মুমতাহিনা হাসনাত রিতুকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামি লীগ আমিরাতের আহ্বায়ক কমিটি।
বাংলাদেশ সমিতি শারজার বঙ্গবন্ধু হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক ইসমাইল গনি চৌধুরী৷ সাধারণ সম্পাদক এস এম মইনুল হোসেন মইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সভাপতি অধ্যাপক আব্দুস সবুর৷
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে৷ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ পরিচালনা আজ বিশ্বের কাছে রোল মডেল বলেও বক্তারা বলেন৷
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএইর সভাপতি মাহবুবুল হক মানিক সিআইপি, দুবাই আওয়ামি লীগের সভাপতি হাজি শফিকুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি হাজি আব্দুর রব, আবুধাবি আওয়ামি লীগের সভাপতি হাবিবুল হক প্রমুখ।