নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় ৫২ হাজার মানুষের শরীরে করোনা টেস্টের পর ৩১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে ও ৩৯৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৮৫৬২ জন, মৃত্যুবরণ করেছেন ৩৪৩ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৫১৬২৮ জন।
সংযুক্ত আরব আমিরাতে ৪.৮ মিলিয়নের অধিক মানুষের শরীরে করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।
আগামী ৩১ জুলাই দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও হবে না ঈদের জামাত।
Drop your comments: