নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় প্রায় ৪০ হাজার মানুষের শরীরে করোনা টেস্টের পর ৩০৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, ১ জন মৃত্যুবরণ করেছেন ও ৩৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৭৪৯৮ জন, মৃত্যুবরণ করেছেন ৩৪১ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৪৯৯৬৪ জন।
সংযুক্ত আরব আমিরাতে ৪ মিলিয়নের অধিক মানুষের শরীরে করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।
এদিকে গতকাল থেকে দেশটির সকল শপিংমল ও টাওয়ারের মসজিদ খুলে দেওয়া হবে। তবে ৩০ শতাংশ মুসল্লীরা একসাথে নামাজ আদায় করতে পারবেন।
Drop your comments: