সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ৮৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছে ৬৩৭ জন। তবে এদিন করোনায় কেউ মারা যায়নি।
বুধবার (৮ জুন ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২ হাজার ৯৫৩ জন, মারা গেছেন ২ হাজার ৩০৫ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৫ হাজার ৭৩৬ জন।
এদিকে আরব আমিরাতে উন্মুক্ত স্থানে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা নেই৷ দেশটিতে ভ্রমণের ক্ষেত্রেও নেই তেমন বিধিনিষেধ।
Drop your comments: