সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হবে। করোনার স্বাস্থ্যবিধি মেনে আজমানে কেবল মসজিদে বাকি সব জায়গায় মসজিদ ও ঈদগাহসমূহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ শুরুর ১৫ মিনিট আগে মসজিদ ও ঈদগাহগুলো খোলা হবে এবং নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করা হবে।
বরবারের মতো প্রত্যেক মুসল্লিকে ঘর থেকে ওজু করে আসতে হবে। এছাড়াও মুসল্লিদের মাস্ক পরতে হবে এবং নামাজের জন্য নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসতে হবে। নামাজ শেষে কোলাকুলি না করার নির্দেশ রয়েছে। ১২ বছরের নিচে ও ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ঘরে বসে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে।
করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকা ও অসুস্থ অনুভব হচ্ছে এমন কাউকে নামাজে না আসার আহ্বান করা হয়েছে।
এদিকে আমিরাতে ঈদ উপলক্ষে (১৯-২২ জুলাই) চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। চার দিন ছাড়াও সাপ্তাহিক ছুটি শুক্রবার সঙ্গে যুক্ত হয়ে অনেকে ৫ দিন পাচ্ছেন ছুটি।