নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ১৭ মার্চ থেকে মসজিদ বন্ধ রয়েছে। দেশটির প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, ওয়াকফ কাউন্সিলের, ফতোয়া বোর্ডের অনুমতিক্রমে পবিত্র রমজানের তারাবির নামাজ কিংবা ঈদুল ফিতরেও বন্ধ রাখা হয় মসজিদ। এদিকে মসজিদ চালুর পূর্বে ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের সকল কর্মকর্তাদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
মসজিদ খুলে দেওয়া প্রসঙ্গে গত সপ্তাহে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। উক্ত সংবাদে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে মসজিদ চালু করার বিষয়ে যাবতীয় বিধিনিষেধ উপস্থাপন করা হয়। ইমাম, মুয়াজ্জিন কিংবা কর্মকর্তাদের করোনা টেস্টের ব্যাপারে একজন ইমাম জানান, ‘আমাদেরকে ফোন করে জানানো হয়েছে করোনা টেস্ট করার জন্য।’
মসজিদ খুলে দেওয়ার নির্দিষ্ট কোন তারিখ এখন পর্যন্ত জানান হয় নি। তবে প্রস্তুতি চলছে বলে কর্তৃপক্ষ জানান। ইতিপূর্বে মসজিদ চালুর পর সকলকে নিজ নিজ মুসল্লা সাথে করে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোন ব্যক্তি মুসল্লা আনতে ভুলে যায়, তার জন্য বিশেষ ব্যবস্থায় একবার ব্যবহারযোগ্য মুসল্লা রাখা হবে। এছাড়া ১২ বছরের শিশু ও ৬০ ঊর্ধ্ব ব্যক্তিদের মসজিদে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।