২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আবুধাবিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এফ, আই ,কে,প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিঃ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মনির উদ্দিন মান্না। পরিচালনা করেন আরাফাতুর ইসলাম চৌধুরী। বঙ্গ প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় কবিতা মঞ্চের উপদেষ্টা ফখরুল ইসলাম খান সি আই পি, বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সাহিত্য বিষয়ক উপদেষ্টা, ডা. শেখ শামসুর রহমান পিএইচডি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের নেতা বাবু দীপক চন্দ্র দাস, মোহাম্মদ শহিদ ইসলাম, আল আমিন জয়, বোরহান উদ্দিন,কবি তারেক, সওয়ার উদ্দিন, সেলিম প্রমুখ।
Drop your comments: