নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে আশার আলো দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়েস নিলেন করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এর আগে ১৪ সেপ্টেম্বর মন্ত্রী ঘোষণা দেন করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ ফ্রন্টলাইন কর্মী ও চিকিৎসকদের জন্য অনুমোদনের। এসময় মন্ত্রী বলেন, ভ্যাকসিনে কোর প্রকার রিস্ক থাকলে তা যেন তার শরীরেই প্রমাণ হয় সেজন্য তিনি সবার আগে নিয়েছেন।
মন্ত্রী আরো বলেন, ‘ ফ্রন্টলাইন কর্মীদের পরপরই ফাইনাল পরীক্ষা শেষে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হবে। আমিরাতে সকল নাগরিক ভ্যাকসিন পাবে।”
Drop your comments: