বিশ্বে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় আরব আমিরাত সতর্কতাজনিত বেশকয়েকটি নিয়ম-নীতিতে পরিবর্তন এনেছে। অনেক ক্ষেত্রে নতুন নিয়মও চালু হয়েছে।
এর অংশ হিসেবেই নতুন নিয়ম চালু হয়েছে আল-হোসেন অ্যাপে। রোববার থেকে এটি চালু হয়।
দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় (মোহাপ) ঘোষিত সর্বশেষ আপডেট বলছে, পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফল না পাওয়া পর্যন্ত অ্যাপটির রঙ ধূসর থাকবে।
জনস্বাস্থ্য রক্ষা এবং ওমিক্রনের বিস্তার সীমিত করার প্রচেষ্টার অংশ হিসেবে পদক্ষেপটি নেওয়া হয়েছে। দেশব্যাপী নিরাপদ চলাচল ও পর্যটন নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে দেশটির সরকার।
Drop your comments: