
আমিরাতে ভ্যাকসিন সার্টিফিকেট থাকলে আল হোসেন অ্যাপে গ্রিন সিগন্যালের মেয়াদ ৩০ দিনের পরিবর্তে ১৪ দিন করা হয়েছে। আজ সোমবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই আইনটি আগামী বুধবার থেকে কার্যকর হবে।
আমিরাতের রাজধানী আবুধাবিতে সরকার অফিস, পার্ক ও বিভিন্ন মলে গ্রিন সিগন্যাল ছাড়া প্রবেশ করতে দেওয়া হয় না৷
এদিকে সংযুক্ত আরব আমিরাতে গেল এক সপ্তাহে করোনার সংক্রমণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার আক্রান্তের সংখ্যা ১৩১৯ জনে গিয়ে দাঁড়িয়েছে৷ দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে দেশটিতে বসবাসরত নাগরিকদের সচেতনতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।
Drop your comments: