![IMG-20200505-WA0025.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/05/IMG-20200505-WA0025.jpg)
নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে আরো ৫৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, ১১ জন মৃত্যুবরণ করেছেন ও ২০৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বুধবার (৬ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৫৭৩৮ জন, মৃত্যুবরণ করেছেন ১৫৭ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৩৩৫৯ জন।
এদিকে আমিরাতে এ পর্যন্ত করোনা টেস্ট করা হয়েছে ১.২ মিলিয়ন। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। পবিত্র মাহে রমজানে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জনসাধারণের বাহিরে যাওয়া নিষিদ্ধ রয়েছে।
Drop your comments: