সংযুক্ত আরব আমিরাতে আরেক ধাপ কমলো জ্বালানি তেলের দাম। পহেলা অক্টোবর থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শুক্রবার এক ঘোষণার মাধ্যমে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
দেশটিতে সুপার ৯৮ পেট্রোল প্রতি লিটার ৩.০৩ দিরহাম নির্ধারণ করা হয়েছে যা সেপ্টেম্বর মাসে ছিল ৩.৪১ দিরহাম।
স্পেশাল পেট্রোল ২.৯২ দিরহাম যা সেপ্টেম্বরে ৩.৩০ দিরহাম ছিল৷ ই-প্লাস ২.৮৫ যা সেপ্টেম্বরে ছিল ৩.২২ দিরহাম। ডিজেল প্রতি লিটার ৩.৭৬ দিরহাম যা সেপ্টেম্বরে ছিল ৩.৮৭ দিরহাম।
সংযুক্ত আরব আমিরাতে চলতি বছর জ্বালানি তেলের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। যদিও দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের দাবি বিশ্ব বাজারের তুলনায় আমিরাতে কম বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর অন্তত ৬ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছিল৷ দীর্ঘ ছয় মাস পর আগস্ট মাসে কমে জ্বালানি তেলের দাম৷ এরপর সেপ্টেম্বর মাসে কমে। আজ আবারও নতুন মূল্য নির্ধারণের মাধ্যমে অক্টোবর মাসেও কমলো।
এদিকে জ্বালানি তেলের দাম কমায় প্রবাসীসহ স্থানীয় নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন৷