নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় ৫০ হাজার করোনা টেস্টের পর আরও আক্রান্ত হয়েছেন ৯৯৪ জন, ৪ জন মৃত্যুবরণ করেছেন ও ১০৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শুক্রবার (২২ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৭৮৯২ জন, মৃত্যুবরণ করেছেন ২৪১ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১৩৭৯৮ জন।
এদিকে আমিরাতে এ পর্যন্ত করোনা টেস্ট করা হয়েছে ১.৫ মিলিয়ন। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। আজ থেকে রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কর্মসূচি চলবে।
Drop your comments: