নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় আরও আক্রান্ত হয়েছেন ৮২২ জন, ৩ জন মৃত্যুবরণ করেছেন ও ৬০১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ সোমবার (২৫ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩০৩০৭ জন, মৃত্যুবরণ করেছেন ২৪৮ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১৫৬৫৭ জন।
এদিকে আমিরাতে এ পর্যন্ত করোনা টেস্ট করা হয়েছে প্রায় ২ মিলিয়ন। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে।
Drop your comments: