নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় ৪০ হাজার মানুষের শীরের করোনা টেস্টের পর ৪৫০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, ২ জন মৃত্যুবরণ করেছেন ও ৭০২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বুধবার (২৪ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৬১৩৩ জন, মৃত্যুবরণ করেছেন ৩০৭ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৩৪৪০৫ জন।
আমিরাতের করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার ফলে দেশটিতে ব্যবসা-বাণিজ্য পুনরায় চালু হয়েছে। পার্ক, সিনেমা, বিচসহ দর্শনীয় স্থান খুলে দেওয়া হয়েছে।
এদিকে গতকাল থেকে আমিরাতে আশা শুরু করেছেন বিভিন্ন দেশে আটকে পড়া স্থানীয় বাসিন্দা ও রেজিষ্ট্রেশনকৃত বিভিন্ন দেশের ২ লাখ প্রবাসী। এছাড়া আগামী ৭ জুলাই থেকে পর্যটকদেরও আসার অনুমতি দেওয়া হয়েছে।
Drop your comments: