সংযুক্ত আরব আমিরাতের আজমানে আত্মহননে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি খায়রুল বশর রানার (৫০) মরদেহ দুই মাস পর দেশে গেল৷
সোমবার (১৭ অক্টোবর )স্থানীয় সময় রাত ১২.৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের BG-0148 ফ্লাইটে মরদেহটি দেশে পাঠানো হয়েছে ৷ বাংলাদেশ সময় সকাল ৬.৫৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে৷
বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সারোয়ার আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি ফখরুল ইসলাম সিআইপির আর্থিক সহযোগীতায় মরদেহ দেশে পাঠানো হয়।
গত ২২ আগস্ট স্থানীয় সময় বিকেল ৫টার দিকে আজমান শহরের লাকী রাউন্ড এলাকার ভাড়া বাসা থেকে লাইভে থাকা অবাস্থায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন খায়রুল বশর রানা । মৃত্যুর আগে তিনি তার ঘনিষ্ট বন্ধু প্রবাসী বাংলাদেশি এক ব্যবসায়ীকে দায়ী করে যান।
খায়রুল বশর রানা চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মরহুম বদিউল আলমের ছেলে। দেশে তার বৃদ্ধ মা, স্ত্রী, ১৮ বছর বয়সী মেয়ে ও ১০ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে।