আরব আমিরাতের একটি অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। শনিবার বিমানটি দায়িত্ব পালনের সময় ওই দুর্ঘটনা ঘটে। আবুধাবির পুলিশের পক্ষ থেকে ওই দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স এবং বাকি দু’জন বিমানের পাইলট।
জানা যায় প্রশিক্ষক পাইলট খামিস সায়িদ আল হলি, লে. পাইলট নাসের মোহাম্মদ আল রশিদ, বেসামরিক চিকিৎসক ডা. শহীদ ফারুক গোলাম এবং জোয়েল কিয়ি সাকারা মিনতো নামের এক নার্স নিহত হয়েছেন।
Drop your comments: