বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে সরাসরি শিপিং লাইন (জাহাজ চলাচল) স্থাপনের চেষ্টা করা হচ্ছে। বাণিজ্য বাড়াতে এবং যাত্রাপথের সময় কমাতে আমিরাতকে এই প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে (ডব্লিউএএম) রোববার আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ থেকে কোনো জাহাজকে আমিরাতে যেতে হলে সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কার বন্দর হয়ে যেতে হয়। এর ফলে আমিরাতে জাহাজ পৌঁছাতে ৪০-৪২ দিন সময় লাগে। দ্য ন্যাশনাল
তবে বাংলাদেশ থেকে সরাসরি আমিরাতে জাহাজ পাঠানো গেলে মাত্র ১৪ দিন সময় লাগবে। এর ফলে চাল ও সবজি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২১ সালে বাংলাদেশ-আমিরাতের মধ্যে ১৮০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। সরাসরি জাহাজ চলাচল করলে এই বাণিজ্য কয়েকগুণ বৃদ্ধি পাবে।
চারদিনের সরকারি সফরের শেষ দিন রোববার মোমেন আরও বলেন, সমুদ্র বন্দর পরিচালনায় বাংলাদেশ সরকার আমিরাত ভিত্তিক কোম্পানিগুলোর সঙ্গে চুক্তির জন্যও উন্মুক্ত। বন্দর ব্যবস্থাপনায় আমিরাত বেশ দক্ষ। যেহেতু আমাদের প্রচুর বন্দর এবং একটি দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে সেহেতু তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা আমাদের কাজে লাগানো যায় কি না তা নিয়ে আলাপ-আলোচনা চলছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের সম্পর্ক উষ্ণ এবং ঐতিহাসিক। প্রায় সাত লাখ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন। এসব অভিবাসীদের অবদানকে আমরা কতটা মূল্য দিই সে বিষয়ে তাদের বলতে এসেছি। আগামী মাসে প্রধানমন্ত্রীরও আমিরাত সফরে যাওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।