চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে শারজাহ-চট্টগ্রাম-ঢাকা ও পরবর্তীতে সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু করার পর এবার শারজায় বিমানের অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশি অধ্যুষিত এলাকা রোলা বাংলা বাজারে জনতা ব্যাংকের বিপরীতে বিমানের অফিস উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের বিমানের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, আবুধাবির রিজিওনাল ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন, জনতা ব্যাংকের ম্যানেজার শওকত আকবর ভূইয়া, শারজাহ বিমানবন্দরের বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার জাকির, সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, দুবাই স্টেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিমানের দুবাই ও উত্তর আমিরাতের কর্মকর্তারা।
এসময় কর্মকর্তারা জানান, ‘এখন থেকে প্রতিদিন শারজাহ – বাংলাদেশ ফ্লাইট পরিচালনা করবে বিমান। যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে বিমান৷ ইতোমধ্যে সিটের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। শারজার বাসিন্দারা বিমানের সার্ভিস গ্রহণ করতে সরাসরি শারজাস্থ আমাদের এই অফিসে আসতে পারবে৷’
রিজিওনাল ম্যানেজার বলেন, ‘বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকেই প্রবাসীরা বাংলাদেশ বিমানে ভ্রমণ করেন। তাই দেশপ্রেমিক ভাই-বোনদের জন্য বিমান সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছে৷’