
আব্দুল্লাহ আল শাহীন, শারজাহ থেকেঃ সংযুক্ত আরব আমিরাতের শারজায় ট্যাক্সি ভাড়া বেড়েছে। পহেলা জুলাই থেকে শারজায় ট্যাক্সিতে উঠলেই ১৭.৫০ দিরহাম ভাড়া গুনতে হবে। এর আগে তা ছিল ১৩.৫০ দিরহাম।
এছাড়াও সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৩ দিরহাম থেকে মিটার শুরু হতো এখন সেটা ৭ দিরহাম করা হয়েছে। রাত ১০ টা থেকে সকাল ৬টা পর্যন্ত পূর্বে ট্যাক্সির মিটার ৫ দিরহাম থেকে শুরু হতো, এখন তা ৯ দিরহাম করা হয়েছে।
শারজার ট্যাক্সি চালক ইরফান আহমদ বলেন, ট্যাক্সির ভাড়া বাড়লেও তা চালকদের কোনো লাভ নেই৷ ট্যাক্সি কোম্পানি জ্বালানি তেলের দাম বাড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জ্বালানি তেলের মূল্য ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Drop your comments: