সংযুক্ত আরব আমিরাতের বুধবার (০১ ডিসেম্বর) শহীদ দিবস ও বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ৫০তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস দুইদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) দূতাবাস-কনস্যুলেট জেনারেলের দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এদিন ছুটি থাকা অবস্থায় দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে ৫০তম জাতীয় দিবস উপলক্ষে আমিরাতের সব সরকারি প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটিসহ চারদিন বন্ধ থাকবে। দেশটির সরকার এই ছুটির ঘোষণা দিয়েছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকবে তিনদিন।
Drop your comments: