এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা ৬ মাসের বেশি সময় দেশে থাকলেও ভিসা বাতিল হবে না৷ ছুটিতে গিয়ে ৬ মাসের বেশি সময় দেশে থেকে আমিরাতে আবারও প্রবেশ করতে পারবেন। ২৯ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হয়েছে।
দেশে ৬ মাসের বেশি সময় থাকার সঠিক কারণ জানিয়ে ফেডারেল অথরেটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ কাস্টমস এন্ড পর্টস সিকিউরিটি (ICP) তে ১৫০ দিরহাম ফি দিয়ে আবেদন করে অনুমতি নিতে হবে৷ অনুমতি পেতে ৪ থেকে ৫ দিন সময় লাগবে৷ আবেদনের সময় অবশ্যই স্পন্সরের অনুমতিপত্র সঙ্গে যুক্ত করতে হবে৷ অনলাইন ছাড়াও দেশটির বিভিন্ন টাইপিং সেন্টার বা ট্রাভেল এজেন্সির সহায়তায় অনলাইনে আবেদন করা যাবে।
এ বিষয়ে দুবাইয়ের স্কাইজুন ট্রাভেলের ম্যানেজিং ডিরেক্টর হারুনুর রশিদ বলেন, “আমিরাতের নতুন আইন অনুযায়ী ভিসার মেয়াদ থাকলে ৬ মাসের বেশি সময় আমিরাতের বাহিরে থাকলেও নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করে ফিরতে পারবেন৷ নির্ধারিত ফি জমা দিয়ে এই আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে৷”
এর আগে সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুযায়ী ৬ মাসের বেশি সময় দেশে থাকলে রেসিডেন্সি ভিসা বাতিল হয়ে যেত৷ শুধুমাত্র গোল্ডেন ভিসা ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে ৬ মাসের বেশি বাহিরে থাকার সুযোগ ছিল৷