বাংলা এক্সপ্রেস ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে মানবিক দৃষ্টিতে আমিরাতের রাষ্ট্রপতি বিশেষ ক্ষমা ঘোষণা করেছিলেন। গত সোমবার থেকে চলছে উক্ত ক্ষমার কার্যক্রম।
এদিকে এই ক্ষমা সম্পর্কে জনমনে বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। গতকাল ১৯ মে (মঙ্গলবার) মেজর জেনারেল সাঈদ রাকান আল রাশিদী ডাইরেক্টর জেনারেল ফরেন অ্যাফেয়ার্স স্থানীয় গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন।
তিনি জানান, ”১ মার্চের পূর্বে যাদের রেসিডেন্সি বা ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা কোন রকমের জরিমানা ছাড়া নিজ নিজ দেশে যেতে পারবেন। এক্ষেত্রে যাদের পাসপোর্ট তামিম হয়েছে তারাও এই ক্ষমার অন্তর্ভুক্ত। এমনকি উক্ত ক্ষমা কাজে লাগিয়ে নিজ নিজ দেশে ফিরে গেলে আমিরাতে পুনরায় আসতে বাধা থাকবে না।”
তিনি আরো জানান, ” উক্ত ক্ষমার প্রেক্ষিতে যারা ভিসা লাগাতে চান তারা সম্পূর্ণ জরিমানা আদায় করে ভিসা লাগাতে পারবেন। কিন্তু জরিমানা আদায় না করে ভিসা লাগানোর সুযোগ এই বিশেষ ক্ষমার অন্তর্ভুক্ত নয়।”
মেজর জেনারেল জানিয়েছেন আগামী বৃহস্পতিবার এই বিষয়ে আবারও প্রেস ব্রিফিং করা হবে।