আমিরাতের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২ডিসেম্বর) এক্সপো-২০২০ তে বিনামূল্যে প্রবেশের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটের আতশবাজি ফোটানো থেকে শুরু করে আগামীকাল পুরো দিনব্যাপী এক্সপোতে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হবে আমিরাতের জাতীয় দিবস৷
কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটিতে বসবাসরত সকল নাগরিকদের সঙ্গে জাতীয় দিবস পালনের লক্ষ্যে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন এক্সপো-২০২০ তে এদিন বিনামূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে। তবে করোনার বিধিনিষেধ যথাযথ মেনে চলার আহ্বান জানায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১ অক্টোবর থেকে চালু হওয়া এই আয়োজন চলবে ৩১ মার্চ পর্যন্ত। এক্সপোতে বিশ্বের ১৯২ দেশ নিজস্ব প্যাভিলিয়ন নিয়ে অংশ নিচ্ছে৷ অংশগ্রহণকারী সকল দেশের জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে এক্সপোতে। আমিরাতের জাতীয় দিবস উদযাপনে থাকবে আকর্ষণীয় সব আয়োজন।