করোনাভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতে কর্মহীন হয়ে পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের পাঠানো এসব খাদ্য সামগ্রী বাংলাদেশ মিশনের তত্বাবধানে প্রবাসীদের মাঝে বিতরণ করছে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও বাংলাদেশ সমিতি।
গতকাল মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রীর উপহার খরফাক্কান প্রবাসীদের মাঝে বিতরণ করেন, কমিউনিটি নেতা ও দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, সভাপতি আবদুল আউয়াল,খরফাক্কান আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল করিম,উপদেষ্টা আবু জাহির, সভাপতি এনামুল হক শিশু মিয়া তালুকদার, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী শেখ জহির উদ্দীন,,সহ-সভাপতি কানাই দত্ত, মশিউর রহমান মধু, সাধারণ সপাাদক এম মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম মোজাহিদ চৌধুরী, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক শিপন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা এম সাইফুল রহমান, কমলগঞ্জ সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মএ এ মুহিত চৌধুরী,,শারজাহ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদুল হক সুহেল, দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
জানা যায়, প্রবাসীদের জন্য ১ কোটি টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রথম দফায় আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের জন্য ২০ লাখ করে ৪০ লাখ টাকা, দ্বিতীয় দফায় ৩০ লাখ করে ৬০ লাখ টাকা পাঠান। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষা করতে বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ সমিতি ও সমাজসেবী বিভিন্ন সংগঠনের মাধ্যমে খাদ্য সামগ্রী বণ্টন শুরু করা হচ্ছে।
(প্রেস বিজ্ঞপ্তি)