২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশি স্কুলের মধ্যে একটিতে শতভাগ ও অন্যটিতে ৯৬ দশমিক ২৯ শতাংশ প্রবাসী শিক্ষার্থী পাস করেছেন।
স্কুল সূত্র বাংলা এক্সপ্রেসের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন।
আবুধাবির খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলের পাসের হার ৯৬ দশমিক ২৯ শতাংশ ও রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাস।
আবুধাবি স্কুলে মোট ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন উত্তীর্ণ হয়েছেন। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ জন, এ গ্রেড ১৮ জন এ মাইনাস গ্রেড পেয়েছেন দুইজন। অন্যদিকে রাস আল-খাইমাহ স্কুলে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন৷ এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন শিক্ষার্থী, ১১ জন এ-গ্রেড এবং একজন এ মাইনাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন৷
Drop your comments: