নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বাংলাদেশ সমিতির মাধ্যমে ঘরে বসে পাসপোর্ট নবায়নের সুযোগ পাবেন বাংলাদেশি প্রবাসীরা।
আমিরাত সরকার অনুমোদিত বাংলাদেশ সমিতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এক্ষেত্রে সমিতির নির্ধারিত ব্যাক্তিরাই প্রবাসীদের মাঝে এই সেবা প্রদান করবে। নবায়ন ও বিশেষ প্রয়োজনে এক বছরের মেয়াদ বৃদ্ধি করা হবে।
বাংলাদেশ সমিতির সভাপতি ও দূতাবাসের কর্মকর্তাদের সম্মতিক্রমে ৫ জনকে এই দায়িত্ব দেওয়া হয়।
যযথাক্রমে, এম. এ. খায়ের নিজামী, ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, মোহাম্মদ সোহেল হোসেন খান, সরওয়ার উদ্দীন রণি ও আবু হায়দার মাহের খান।
পাসপোর্ট নবায়নের জন্য দূতাবাসের নির্ধারিত ১২৫ দিরহামের সাথে অতিরিক্ত ৪০ দিরহাম খরচ হবে।
যোগাযোগঃ
WhatsApp number 0507795276, 0522226611
Drop your comments: