সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ব্যবসা ও ব্যক্তিগত পর্যায়ে সহজসেবা প্রদানে বাংলাদেশিদের একটি অংশ গড়ে তুলেছেন ইমিগ্রেশন সংশ্লিষ্ট ছোট-বড় বিজনেস ম্যান সার্ভিস ও টাইপিং ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীরা যাতে সহজভাবে দেশটিতে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারেন, আরব আমিরাত সরকারের নানা সময় ঘোষিত সাধারণ ক্ষমার কার্যক্রম, আউটপাস, জবলস ইন্স্যুরেন্স, ভ্রমণ ভিসা এবং পরিবারের সদস্যদের ভ্রমণ ভিসাসহ যাবতীয় সেবা পেতে পারেন সে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আরব আমিরাতের আজমানে যাত্রা শুরু করেছে বাংলাদেশি ত্রি-স্টার্স বিজনেসম্যান সার্ভিস সেন্টার।
সোমবার সন্ধায় সেবামূলক প্রতিষ্ঠান ত্রি-স্টার্সের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্পন্সর ও প্রতিষ্ঠানের যৌথ ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন রাশেদ, নোমান রাশিদ ও মনির।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির লোকাল স্পন্সর, মাহামুদ চৌধুরী, সানাউল্লহ, মোহাম্মাদ লিংকন, মিজান চৌধুরীসী প্রবাসী বাংলাদেশীরা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক বলেন, সংযুক্ত আরব আমিরাত নিয়মানুবর্তিতার মধ্যদিয়ে পরিচালিত হয়৷ এখানে ব্যবসা বাণিজ্য করতে গেলে প্রয়োজন হয় সঠিক পদ্ধতির অনুসরণ। আর এসব পদ্ধতির সহজিকরণের জন্য আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা। অনেক প্রবাসী আছে যারা ইন্স্যুরেন্স করতে পারেন না তাদের জন্যও আমাদের সেবা রয়েছে। মূলত প্রবাসীদের আইনি সেবার জটিলতা লাঘব করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান এবং আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় আগত অতিথিরাও আমিরাতে বাংলাদেশিদের ভিসা চালুর ব্যাপারে বাংলাদেশ সরকারের কার্যকরী উদ্যোগ প্রত্যাশা করেছেন৷ তারা মনে করেন বিশ্বের গ্রহণযোগ্য ব্যক্তি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উদ্যোগ গ্রহণ করলে ভিসা জটিলতার নিরসন হওয়ার সম্ভাবনা রয়েছে।