কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অশান্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার বিকেলে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একগুচ্ছ প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল শুধু সংক্ষিপ্ত উত্তর দেন, “আমরা এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই বিবেচনা করছি।“
তবে বাংলাদেশে এই মুহুর্তে যে ভারতীয় ছাত্রছাত্রী বা ভারতীয় নাগরিকরা আছেন তাদের সুরক্ষার জন্য ভারত সরকার সব রকম সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান। ঢাকার ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই সে দেশে থাকা ভারতীয়দের জন্য একটি ‘ট্র্যাভেল অ্যাডভাইসরি’ জারি করেছে এবং যে কোনও দরকারে ভারতীয়দের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোটামুটিভাবে বাংলাদেশে ৮৫০০ ভারতীয় শিক্ষার্থী পড়াশুনো করছেন এবং আরও নানা কাজে ১৫ হাজারের মতো ভারতীয় নাগরিক বাংলাদেশে আছেন। তাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য ভারত সরকার সব রকম সাহায্য করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। রণধীর জওসওয়াল আরও বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে বাংলাদেশের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক ‘মনিটরিং’ করছেন।