নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের সরকার ফিলিস্তিনের জনগণের পাশে সবসময় ছিল আগামীতেও থাকবে বলে জানিয়েছেন দেশটির ফরেন এফেয়ার্স মিনিস্টার আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। ফিলিস্তিনের জনগণ আমিরাতের উন্নতির ক্ষেত্রে যথেষ্ট অবদান রয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) ‘আমিরাতি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ ক্লাব’ আয়োজিত ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন। আমিরাতে বসবাসরত ফিলিস্তিনের কমিউনিটির সাথে এক বৈঠকে অংশ নেন। এসময় মন্ত্রী আরো বলেন, “ইসরায়েলের সাথে চুক্তি এটা এই অঞ্চলের প্রয়োজনে। ফিলিস্তিনের সাথে বন্ধুত্ব এতে করে কমে যাওয়ার কোন সুযোগ নেই। আমিরাত সব সময় ফিলিস্তিনের সাথে আছে”
মন্ত্রী ফিলিস্তিনের কমিউনিটির উদ্দেশ্যে বলেন, “আমিরাত আপনাদের দ্বিতীয় বাড়ি। ফ্রেন্ডস ক্লাবের জন্যও শুভ কামনা থাকলো। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ এগিয়ে যাব। ”
উল্লেখ্য, গতকাল আমিরাতে ইসরায়েলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট অবতারণ করে। আমিরাত-ইসরাইল নতুন করে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে।