![InShot_20211228_141135503](https://banglaexpressonline.com/wp-content/uploads/2021/12/InShot_20211228_141135503-scaled.jpg)
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য স্টেট থেকে প্রবেশ করতে নতুন নিয়ম ঘোষণা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখিত তথ্য মতে, আবুধাবি প্রবেশে দুটি নিয়ম করা হয়েছে।
১, ইতোমধ্যে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের বেলায় আল-হোসেন অ্যাপে গ্রীন সিগন্যাল থাকতে হবে।
২, যারা ভ্যাকসিন গ্রহণ করেন নি তাদের বেলায় ৯৬ ঘন্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে৷
আবুধাবি প্রবেশের নতুন এই নিয়ম কার্যকর হবে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার।
Drop your comments: