সনজিত কুমার শীল, আবুধাবি থেকেঃ খাবার অনেক দেশের মানুষের কাছে খুবই প্রিয়। বিশেষ করে বহির্বিশ্বে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ এতে করে দেশীয় খাবারের প্রসারের পাশাপাশি ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব।
আমিরাতের রাজধানী আবুধাবির প্রাণকেন্দ্র মদিনা জায়েদ এলাকায় রবিবার (২৩ মে) বাংলাদেশি মালিকানাধীন সুইস গার্ডেন রেস্টুরেন্ট উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন৷।
প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল খান সিআইপি ফিতা কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন। এ সময় সুইস গার্ডেন রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মাওলানা এনামুল হাসান চৌধুরীসহ স্পন্সর আবদুল্লাহ আলী আল মুহরী, সৈয়দ সালেম, শেখ আবু নাসের উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকার মোহাম্মদ আবু জাফর ভুইয়া, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন, মোহাম্মদ মুসা, এসকান্দার হোসেন, সরওয়ার আজম, আক্তার হোসেন পারভেজ, মাওলানা ইমরান, আল আমিন জয়সহ সাংবাদিক, ব্যবসায়ী ও প্রবাসীরা৷
রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী স্থানীয় প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশিদের সহযোগিতা খুবই জরুরি। ব্যবসা বানিজ্যে ক্রেতা ও বিক্রেতা একে অন্যের সহযোগিতা নিয়েই চলতে হয়৷