
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্টান ও কেক কাটার মাধ্যমে উদযাপিত হয় বিএনপির ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী।
অনুষ্ঠানে আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল সালাম তালুকদার, প্রধান বক্তা ছিলেন দুবাই বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মাহে আলম, দিদারুল আলম, আবুল কালাম আজাদ, নূর হোসেন সুমন, আবুল বশর, সওকত ওসমান, এস এম মোদাচ্ছের শাহ, শাহাদাত হোসেন সুমন, নাছির উদ্দিন চৌধুরী,মুজিবুল হক মঞ্জু, আমিরুল ইসলাম টিপু, জামাল উদ্দিন কন্ট্রাক্টর।
ইব্রাহীম খলিলের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু অনুষ্টান শুরু হয়। সাখাওয়াত হোসেন বকুলের সাথে যৌথ পরিচালনায় ছিলেন ইকবাল, নয়ন। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক আবুল বশর।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল সালাম তালুকদার বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না হলে বাংলাদেশে স্বাধীনতার সূর্য উদিত হতনা। ২৬ শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। একদলীয় বাকশাল মুক্ত করে আবারও বহুদলীয় গনতন্ত্রকে প্রতিষ্টিত করে।
অনুষ্টানে আরো বক্তব্য রাখেন ,নজরুল ইসলাম, মোহাম্মফ আরিফ, প্রকৌশলী মাহবুবুর রহমান টিপু,সিনিয়র ,কাজী ফারুক, সাগর হোসেন, আরিফ তালুকদার, হেলাল উদ্দিন, ইলিয়াছ ভুঁইয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, নেছারুল হক।
এর আগে অনুষ্টানের প্রথমার্ধে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে প্রবাসী কন্ঠ শিল্পী জাবেদ ও নারী শীল্পিরা গান পরিবেশন করেন।