বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ করোনা কালীন সময়ে রেসিডেন্স ভিসা বন্ধ থাকলেও ভিজিট ভিসায় এসে অনেকে আমিরাতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মদিনা জায়েদ স্টার স্পোর্টস ও জুবলি প্রাইভেট স্কুলের সামনে বাংলাদেশি চার জনের যৌথ মালিকানাধীন ফ্রেন্ডস অটো এক্সোসরিস ট্রেডিং নামের দোকান উদ্বোধন হয়েছে।
গত ২৫ শে জুন শুক্রবার ফিতা কেটে মুচ্ছাফফার বিশিষ্ট ব্যবসায়ী মোতাহারুল করিম উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব, দিদারুল আলম, শফিউল ইসলাম, মোহাম্মদ মিলন প্রমুখ।
প্রতিষ্ঠানের মালিকরা বলেন, “আমরা আবুধাবির আনাচে-কানাচে সব সময় গাড়ির স্পেয়ার পার্টস ও মেরামতের জন্য ফ্রী ডেলিভারি এবং সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভিজিট ভিসার কারণে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।”
ব্যবসা-বাণিজ্যের প্রসার, করোনা থেকে বিশ্ববাসীদের মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন মাওলানা নুরুন নবী।