নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলছে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি। এসময় গাড়ি নিয়ে বাহিরে বের হলেই অত্যাধুনিক পদ্ধতিতে (রাডার ক্যামেরা) ২ হাজার দিরহাম জরিমানা।
গতমাসের প্রথম সপ্তাহ থেকে সারাদেশব্যাপী সন্ধ্যা ৬ টা থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত ছিল জীবাণুনাশক স্প্রে কর্মসূচি। রমজানের শুরু থেকে তা রাত ১০ টা থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত নির্ধারণ করা হয়। এ সময় দেশের বাসিন্দাদের নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দেয় দেশটির সরকার।
খাদ্য, মেডিসিনের প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবে না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া চলাফেরা করলেই জরিমানা দিতে হবে। এছাড়া মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে।